মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন
মসজিদের সামনে প্রায় ১০ ফুট জায়গায় ৫ ফুট গভীর গর্ত খনন করে ঠিকাদার কাজ বন্ধ করে দিয়েছেন। ছবি-সংগৃহীত
মঙ্গলবার উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী মসজিদের সামনে ঐ গর্তটি পরিদর্শন করে দুঃখ প্রকাশ করেন। এ সময় শত শত উত্তেজিত মুসল্লি ক্ষোভ প্রকাশ করেন।
সাংবাদিক রফিকুল ইসলাম জানান, গর্তটি অন্ততপক্ষে বালু দিয়ে ভরাট করা উচিত ছিল। অন্যথায় মসজিদে যাওয়া আসার ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব ঠিকাদারের।
এ সময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী সড়ক ও জনপদ বিভাগে ডিভিশনাল ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেন। পরে তিনি জানান, ঐ মসজিদের সামনে এলাকার অংশটির গভীরে পানি থাকার কারণে মাটি ভরাট করা যাচ্ছে না। যেহেতু এটি টেকসই উন্নয়ন কাজ করতে হলে মাটি আরও খুড়ে ফেলে সেখানে বালির আস্তর ফেলতে হবে। তারপর অন্যান্য আনুষাঙ্গিক কাজকর্ম করতে হবে।
তিনি জানান, সড়ক উন্নয়নের ব্যাপারে যদি মসজিদের অংশ বিশেষ ছেড়ে দিতে হয়, তাও তিনি ব্যবস্থা করবেন। তবে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদারদের তাগিদ দেন।
এসএম