মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্জাগানা এলাকার আলোচিত- সমালোচিত মাদক ব্যবসায়ী মোঃ মঞ্জুর আলম (শিয়াল) (৩৫) বা রিক্সা চালক মঞ্জুর মাদক ব্যবসা করে বেশ কু-খ্যাতি অর্জন করে, কোটিপতি বনে যায়। গড়ে তোলেন আলিশান বাসভবন।
পুলিশ বলছে, তাকে ধরতে বার বার ব্যাগ পেতে হয়েছে। অবশেষে, এলাকার সাধারণ মানুষের সহায়তায় তাকে আটক করেছে পুলিশ।আটককৃত মাদক ব্যবসায়ী পাঞ্জাগানা বাজারের পশ্চিম ঘোনার পাড়া এলাকার মোঃ নবীর পুত্র ।সোমবার (১৩ জানুয়ারী ) রাত ৮ দিকে পাঞ্জাগানা বাজারের ধানসিঁড়ি হোটেল থেকে তাকে আটক করা হয়।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, মঞ্জুর আলম এক জন প্রকৃত মাদক ব্যবসায়ী,সেই দীর্ঘ পাঁচ বছর ধরে মাদক ব্যবসার সাথে জড়িত, তার রয়েছে ১ ডজন খানেক মামলা। এর মধ্যে হাফ ডজন মাদকের মামলা, আর বাকি মামলা হচ্ছে,নারী নির্যাতন, চুরি ও বন মামলা ,দফায় দফায় মাদক সহ বিভিন্ন মামলা নিয়ে জেল কেটেছেন মঞ্জুর, টাকার প্রভাবে বেশিদিন জেল-হাজতে থাকতে হয় না তার।
এলাকাবাসী আরো জানান,অতীতে মঞ্জুর আলম দিনের বেলায় রিক্সা চালাতো , আর রাতের বেলায় কাঠ চুরি করার জন্য বনে যেতো। অল্প সময়ের মধ্যে কোটি পতি বনে গেছে মঞ্জুর আলম।সেই মাদকের টাকা দিয়ে নিজ এলাকায় নির্মাণ করেছে বিলাস বহুল বাড়ি যা দেখলে চোখ না ফেরার মতো। রয়েছে ২০ টির উপরে সিএনজি ও অটল সম্পদ। সেই সবকিছু করেছে মাদকের টাকা নিয়ে এমনটাই দাবি এলাকাবাসীর।
উল্লেখ্য, বিগত দেড় মাসের মধ্যে মঞ্জুর আলমের ৫ টির উপরে দেশীয় তৈরি চোলাই মদ সহ বহনকারী গাড়ি আটক করেছে প্রশাসন। এর মধ্যে গত শুক্রবার (১০ জানুয়ারী) ভোর সাড়ে ৪ টার দিকে রামু বাইপাস এলাকা থেকে চোলাই মদ নিয়ে জীপ গাড়িসহ ড্রাইভার কে আটক করেছে র্যাব।
ড্রাইভারের স্বীকারোক্তিতে শুক্রবার সন্ধ্যায় মঞ্জুর আলম কে আটক করার জন্য তার বাড়িতে অভিযান চালিয়ে ছিল র্যাব, বাড়ির ভিতর দিয়ে বিকল্প রাস্তা থাকার কারণে তাকে আটক করতে সক্ষম হয়নি।
সেই সুত্র ধরে এলাকার সাধারণ জনগণ মাদক ব্যবসায়ী মঞ্জুর আলম কে আটকিয়ে রেখে রামু থানা পুলিশ কে খবর দিলে,পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
রামু থানার ওসি আবুল খায়ের মাদক ব্যবসায়ী মঞ্জুর আলমের আটকের ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মঞ্জুরের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এসএস