দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : মানিকগঞ্জে আরো একজন করোনায় আক্রান্ত ব্যক্তি মারা গেছেন। তার নাম বিজয় সরকার (৪৫)। তার পিতার নাম মহেন্দ্র সরকার। তার বাড়ি ঢাকার ধামরাই এলাকায়।
করোনা আক্রান্ত হওয়ার পর বিজয় সরকার ব্যক্তি নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটলে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় মানিকগঞ্জ জেলা হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ শনিবার সকালে হাসপাতালের তত্তাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
গত ২৪ ঘন্টায় মানিকগঞ্জে নতুন করে আরো ১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা হলো ৪০৪ জন। নতুন শনাক্তদের মধ্যে সাটুরিয়া উপজেলায় ৭ জন, সিংগাইর উপজেলায় পাঁচজন, ঘিওর উপজেলায় ৩ জন এবং মানিকগঞ্জ সদর উপজেলায় ২ জন রয়েছেন। আজ সকালে এ তথ্য নিশ্চিত করেন মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রফিকুন নাহার বন্যা।
এদিকে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মানিকগঞ্জ জেলা হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে মারা যান একজন। তার বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার চিলমারী এলাকায়। চাকুরীসূত্রে তিনি মানিকগঞ্জে পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন। তিনি ৭ জুন বিকেল থেকে শনিবার বিকেল পর্যন্ত হাসপাতালের কোভিড-১৯ ওয়ার্ডে ভর্তি ছিলেন। হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তার শরীরে উচ্চমাত্রায় অক্সিজেনের প্রয়োজনে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
তিনি আরোও জানান, আজ সকাল ৯টার দিকে জেলা হাসপাতালে আনার পর মায়া রাণী সূত্রধর (৫০) নামের একজনকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক। তবে, তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।