মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন
মানিকগঞ্জের সদর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুর পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অন্তত আরও ১৫ জন আহত হয়েছেন।
জানা যায়, আজ দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার ভাটভাউর এলাকায় ঢাকাগামী সেলফি পরিবহন ও গোল্ডেন লাইন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে একজন নিহত হন। আহত হন অন্তত আরও ১৫ জন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।
মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আর.এম.ও) এ কে এম রাসেল বলেন, দুর্ঘটনায় আহতদের মধ্যে এখন পর্যন্ত কেউ মারা যায়নি। তবে আহতদের মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড করা হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পাঁচজন। তাঁরা শঙ্কামুক্ত আছেন।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুর পৌনে ২টার দিকে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১৫ জন। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। সংঘর্ষে আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।