সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন
কুমিল্লার হয়ে ৫৪ বল খেলে ১০০ রানে অপরাজিত থাকেন মালান। ছবি-সংগৃহীত
স্পোর্টস রিপোর্টার : বঙ্গবন্ধু বিপিএলে দিনের দ্বিতীয় খেলায় ডেভিড মালানের অপরাজিত সেঞ্চুরির সুবাদে রাজশাহী রয়্যালসকে ১৭১ রানের টার্গেট দিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স। দলের অন্য সদস্যরা ব্যাটিংয়ে ব্যর্থ হলেও উজ্জ্বল ছিলেন কেবল মালান। তার একক নৈপুণ্যে সম্মানজনক স্কোর গড়তে সক্ষম হয়েছে কুমিল্লা।
টসে জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠায় রাজসাহী। ধানুকা রাজাপাকশেকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে কুমিল্লা শিবিরে প্রথম আঘাত হানেন আফিফ হোসেন। এরপর অধিনায়ক আন্দ্রে রাসেল সাব্বির রহমানের উইকেট তুলে নিলে চাপে পড়ে কুমিল্লা। এরপর সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেন ডেভিড মালান। দুজনের জুটিতে আসে ৫০ রান। দলীয় ১০২ রানে বোপারার বলে অলক কপালির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান সৌম্য ২০ (২২)। এরপর শানাকা-অঙ্কনরা আসা যাওয়ার মধ্যে থাকলেও মালান একপাশ আগলে রেখে রানের চাকা সচল রাখেন। শেষ পর্যন্ত ৫৪ বল খেলে ১০০ রানে অপরাজিত থাকেন মালান। ৮ উইকেট হারিয়ে দলের দলের স্কোর দাঁড়ায় ১৭০।
বোলিংয়ে রাজশাহীর হয়ে রাসেল, ইরফান ও জায়েদ ২টি করে উইকেট নেন।
১৭১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ২ ওভারে বিনা উইকেটে ৮ রান তুলেছে রাজশাহী। ক্রিজে আছেন লিটন দাস ও আফিফ হোসেন।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএম