বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন
বৃহস্পতিবার বিকেলে জানাজা শেষে দাফন করা হয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের (বীরবিক্রম) মরদেহ।ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হলো প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের (বীরবিক্রম) মরদেহ। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি সীরত ময়দানে বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫মিনিটে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেন চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার মুহাদ্দিছ মাওলানা হাফেজ শাহ আলম।
জানাজার নামজের আগে বড় ভাই মো. ইসমাইল মানিক বক্তব্যে তার জীবন বৃত্তান্ত তুলে ধরেন। জানাজায় হাজারও মানুষ উপস্থিত ছিলেন।
জানাজা শেষে সামরিক মর্যাদায় তাকে সিকদার পাড়াস্থ চুনতি জামে মসজিদ কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয়। এর আগে তার প্রথম জানাজা সকাল ১০টায় সেনানিবাস কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা থেকে বিশেষ হেলিকপ্টার যোগে তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়।
উল্লেখ্য, মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আদেীন (বীরবিক্রম) গত ১৭ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৫টা ১৩ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন।। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।
এসএম