সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
মোস্তাফিজুর রহমান। ফাইল ছবি
স্পোর্টস রিপোর্টার : বিপিএলের রংপুর রেঞ্জার্সের কোচ মার্ক ও ডনেল মোস্তাফিজুর রহমানের ওপর আস্থা রাখছেন। মিরপুর একাডেমি মাঠে সোমবার অনুশীলন শেষে রংপুরের কোচ বলেন, মোস্তাফিজ টি-টোয়েন্টিতে অনেক অভিজ্ঞ। সে জানে কখন কি করতে হবে।
বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের দিনে রংপুরের টেবিলে ছিলেন জিম্বাবুয়ের গ্র্যান্ট ফ্লাওয়ার। শ্রীলংকার ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দেয়ায় বিপিএলে থাকছেন না তিনি। রংপুর ফ্লাওয়ারের পরিবর্তে নিউজিল্যান্ডের মার্ক ও ডনেলকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।
ডনেল বলেন, আমি এবারই প্রথম বাংলাদেশে এসেছি। ঠাসা সূচি। ছয় দলের অনুশীলন একই মাঠে। আমাদের দলে বৈচিত্র্য আছে। বাঁ-হাতি স্পিনার আছে, মোস্তাফিজ আছে। আশা করছি ভারসাম্য আনা যাবে।
রংপুরের এই কোচ আরও বলেন, এই ধরনের টুর্নামেন্টে খুব বেশি সময় পাওয়া যায় না। এরই মধ্যে প্রস্তুতি সেরে নিতে হয়। একই সঙ্গে ছয় দলের অনুশীলন হয়। ভয় লাগছে কখন কার গায়ে বল লাগে। আমি কখনও এরকম দেখিনি, এত ছোট জায়গায় এতগুলো দল একসঙ্গে অনুশীলন করছে।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএম