বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : স্মরণশক্তি ও জ্ঞান মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালার নিয়ামত। আল্লাহ তায়ালার মানুষকে স্মরণশক্তি ও জ্ঞান দান করেন। কীভাবে মানুষের স্মরণশক্তি ও জ্ঞান বৃদ্ধি পাবে তিনি সে কথা কোরআনে বলে দিয়েছেন।
চলুন তবে জেনে নেয়া যাক স্মরণশক্তি বৃদ্ধির দোয়া ও আমলটি-
রাসূল (সা.) এর নিকট হজরত জিবরাইল (আ.) ওহি নিয়ে আসতেন। তিনি (সা.) জিবরাইল (আ.) এর সঙ্গে ওহি পড়ার ও মুখস্ত করার চেষ্টা করতেন। যা তার জন্য অনেক কষ্টের কাজ ছিল। তখন নিম্নোক্ত আয়াতটি নাজিল হয় এবং রাসূল (সা.) এর কষ্ট লাঘব হয়। তিনি (সা.) ওহি আয়ত্ব করতে প্রশান্তি লাভ করেন।
আল্লাহ বলেন,
تَعَالى اللَّهُ الْمَلِك الْحَلَ ولا تُعَجَلَ الْقُرْآن من قبل يُقضى إليك وَحَيّةً وقل رب زدني عِلْمًا
অর্থ : ‘সত্যিকার অধীশ্বর আল্লাহ মহান। আপনার প্রতি আল্লাহর ওহী সম্পূর্ণ হওয়ার পূর্বে আপনি কোরআন গ্রহণের ব্যাপারে তাড়াহুড়া করবেন না এবং বলুন, হে আমার পালনকর্তা! আমার জ্ঞান বৃদ্ধি করুন।’ (সূরা : ত্বা-হা, আয়াত : ১১৪)।
স্মরণশক্তি বৃদ্ধির দোয়াটি-
আরবি উচ্চারণ :
رب زدني علما
উচ্চারণ : রাব্বি যিদনি ইলমা (সূরা : ত্বা-হা, আয়াত : ১১৪)।
অর্থ : ‘হে আমার পালনকর্তা! আমার জ্ঞান বৃদ্ধি করুন।’
ইমাম শাফেয়ী (রহ.) তার ওস্তাদ ইমাম ওয়াক্বী (রহ.) এর নিকট আরজ করলেন, আমার স্মরণশক্তি কম। জাওয়াবে ওস্তাদ বললেন, আপনি গুনাহ করা ছেড়ে দিন। কারণ ইলম হচ্ছে নূর। গুনাহগারের অন্তরে তা দেয়া হয় না। অথচ ইমাম শাফিয়ী (রহ.) ৩০দিনে পবিত্র কোরআন শরিফ শেষ করেছিলেন। তারপরও বিনয় প্রকাশ করে বলেছিলেন, তার স্মরণশক্তি কম। আর ওস্তাদও ছাত্রকে বড় ভালো ছাত্র জানা সত্ত্বেও তাকে গুনাহ থেকে সতর্ক করেছেন। যা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের কবুল করুন। গুনাহ পরিত্যাগ করার তাওফিক দান করুন। আমিন।
এসএস