বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:১০ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক :মঙ্গলবার দেশের আকাশে ১৪৪১ হিজরি সনের রজব মাসের চাঁদ দেখা গেছে। তাই ফেব্রুয়ারি ২৬ তারিখ থেকে রজব মাসের দিন গণনা শুরু হয়েছে। সে হিসেবে আগামী ২২ মার্চ দিবাগত রাতে পালিত হবে পবিত্র লাইলাতুল মি’রাজ। এবং এর ২ মাস পর শুরু হবে রমজান।
গতকাল মঙ্গলবার (২৫ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
২৬ রজব দিবাগত রাতটি লাইলাতুল মি’রাজ বা শবে মি’রাজ হিসেবে পরিচিত। এই রাতে মহানবী সা. মি’রাজে গমন করেন এবং সেখানে আল্লাহর সঙ্গে কথোপকথন হয়। যা কুরআন-হাদিসে উল্লেখ আছে। শবে মি’রাজে নামাজ ফরজ করা হয় মুসলমানদের ওপর। এজন্য রাতটি বিশেষ গুরুত্বের সঙ্গে পালিত হয়ে থাকে উপমহাদেশে।
রজব মাস শুরুর মধ্য দিয়ে পবিত্র রমজানের দিনক্ষণও গণনা শুরু হয়। এর ঠিক দুই মাস পর শুরু হয় রমজান। এজন্য রজব মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মুসলমানরা রমজানের প্রস্তুতি নিতে থাকেন।
প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের প্রথম দিন থেকে রমজান পর্যন্ত এই দোয়াটি বেশি বেশি পড়তেন।
اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان
যার অর্থ হচ্ছে, হে আল্লাহ! আমাদের জন্য রজব ও সাবান মাসকে বরকতময় করে দিন এবং আমাদের হায়াত-কে রমজান পর্যন্ত দীর্ঘায়িত করে দিন।
(মুসনাদে আহমদ- ১/৩৩৯, মিশকাত- ২২১)
এসএস