মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে একটি চোরাই মোটরসাইকেলসহ মো. সাব্বির (২০) নামে চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) যাত্রাবাড়ী থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, গত ২৭ জানুয়ারি যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ওয়াল্টন এলইও-৮০ সিসির একটি মোটরসাইকেল চুরি হয়। চুরি হয়ে যাওয়া মোটরসাইকেলটির মালিক বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন।
মামলার পর দ্রুত ঘটনার তদন্তে নামে যাত্রাবাড়ী থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (গত ২৮ জানুয়ারি) সকাল ৯টায় যাত্রাবাড়ী থানার দয়াগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেলসহ সাব্বিরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় করা মামলায় আদালতে পাঠানো হয়েছে।
এসএস