মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : রাজধানীর রামপুরার বনশ্রীতে একটি বহুতল ভবনের ষষ্ঠ তলা থেকে পড়ে রাকিব (২৪) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাকিবের বাড়ি নওগাঁর সাপাহার উপজেলার আইহাই গ্রামে। তার বাবা মৃত সোলাইমান। রামপুরা বনশ্রীতে ওই নির্মাণাধীন ভবনে থাকতেন রাকিব।
নিহতের সহকর্মী মো. অরিফ জানান, দেড় মাস ধরে ওই নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন রাকিব।
আজ সকালে ভবনের দেয়ালে পানি দেয়ার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। এতে গুরুতর আহত হন রাকিব। এ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল দশটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এসএস