বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৯:১১ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা মাঠ সংলগ্ন রাস্তায় বিকট শব্দে গ্যাস লাইন বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ৭ জন দগ্ধ হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ ৭ জনের মধ্যে ৩ জনকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বংশাল থানার ওসি শাহিন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদফতরের টেলিফোন অপারেটর আনিস বলেন, আরমানিটোলার রাস্তায় ম্যানহোলে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে কাজ করছে। সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
এসএস