মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১০:১২ অপরাহ্ন
নিহত রমজান আলী রাজন (২৮)। ছবি:
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক: রাজশাহী মহানগরীর মালদা কলোনিতে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মালদা কলোনির ঈদগাহ মাঠ কাঁচা বাজরে এই হত্যার ঘটনা ঘটে। হত্যার ঘটনায় একজনকে পুলিশ আটক করেছে।
নিহত রমজান আলী রাজন (২৮) মালদা কলোনির আব্দুর রাজ্জাকের ছেলে। অভিযুক্ত সোহেল (২৬) একই এলাকার আরমানের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদক বিক্রি বন্ধে পুলিশকে সহযোগিতা করায় রমজান আলী রাজনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, নিজেদের মধ্যে দেনা পাওনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে।
জানা গেছে, অভিযুক্ত সোহেলের বাবা ও মা বাড়িতে গাঁজার ব্যবসা করতো। প্রায় ৪ মাস আগে তার মাকে পুলিশ আটক করে যায়। এ ঘটনায় রমজান আলী রাজনকে পুলিশের সোর্স হিসেবে সন্দেহ করে আসছিল সোহেল। শনিবার ভাইয়ের দোকানে বসে থাকা অবস্থায় রমজান আলী রাজনের তলপেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সোহেল দ্রুত পালিয়ে যায়। পরে গুরুতর জখম অবস্থায় রমজান আলী রাজনকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সোহেলের কাছে রমজান আলী রাজন দোকানের বাকি টাকা পেতো। ওই অর্থ আদায় নিয়েই রমজান আলী রাজনকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে তদন্ত করে দেখা হচ্ছে মূল ঘটনা। এবিষয়ে মামলার প্রস্তুতি এবং ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে মূল অভিযুক্ত পলাতক। তাকে ধরতে অভিযান চলছে। হত্যায় সহযোগিতার দায়ে সোহেলের চাচা আব্দুর রহিমকে আটক করা হয়েছে।
এসএম