মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১০:১৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
অনলাইন সংস্করণ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সংস্থাপন শাখার সহকারী রেজিস্ট্রার মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে দুই শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপাচার্য বরাবর বিশ্ববিদ্যালয়ের পূর্বপাড়ার একটি কোয়ার্টারে বসবাসরত ১২ জন শিক্ষক স্বাক্ষরিত এ অভিযোগ প্রদান করেন।
শিক্ষক লাঞ্ছিতের প্রতিকার চেয়ে লিখিত অভিযোগে বলেন, গত ২৩ নভেম্বর সকালে পূর্ব/৩৩/এইচ ফ্ল্যাটের বাসিন্দা সহকারী রেজিস্ট্রার মো. আলমগীর হোসেন বিশ্ববিদ্যালয়ের পূর্ব/৩৩/ই ফ্ল্যাটের বাসিন্দা ও ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আসাদুল ইসলাম ও তার স্ত্রীর সঙ্গে অসদাচরণ, শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দিতে মারতে উদ্যত হন। এসময় পূর্ব/৩৩/জি ফ্ল্যাটের বাসিন্দা ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রোনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আরিফুর রহমান বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তার সাথেও দুর্ব্যবহার করেন।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করেন, মো. আলমগীর হোসেন বেশ কিছুদিন যাবত ওই এলাকায় বসবাসরত আবাসিক শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ, নাম ধরে সম্বোধন ও বিভিন্নভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে আসছেন। এছাড়া তিনি ও তার স্ত্রী কর্তব্যরত প্রহরীদের সঙ্গেও দুর্ব্যবহার ও বদলি করে দেওয়ার হুমকিও দিয়ে থাকেন। এতে ভীতি ও সম্মানহানির আশঙ্কার কথা উল্লেখ করে উপাচার্যের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার সহকারী রেজিস্ট্রার মো. আলমগীর হোসেন বলেন, দীর্ঘদিন পরিত্যক্ত একটি জায়গায় আমি শখের বশে বাগান করি। বাগানের পাশে পূর্ব/৩৩/জি ফ্ল্যাটের বাসিন্দা আরিফুর রহমান আরেকটি বাগান করতে গিয়ে ইচ্ছা করে আমার পুরো সবজি বাগান লণ্ডভণ্ড করে দেন। এসময় আমি উনার সাথে কথা বলতে গেলে তিনি আমার সাথে দুর্ব্যবহার করেন। সামনে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হওয়ায় এ বিষয়টি নিয়ে পরে পদক্ষেপ নিব।
অভিযোগের বিষয়ে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, ইতিমধ্যে শিক্ষকদের লিখিত অভিযোগ পেয়েছি। যেহেতু আগামী ৩০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের একাদশ সমাবর্তন তাই এ বিষয়ে এখন কোনো কথা বলতে পারছিনা। সমাবর্তন শেষ হলে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএম