রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : চট্টগ্রামে ২৮ পুলিশ সদস্য ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। উন্নত চিকিৎসার পর তারা ব্যারাকে ফিরে গেছেন।
জানা গেছে, চট্টগ্রামের ছোটপুল পুলিশ লাইনে কর্মরত সদস্যরা শনিবার দুপুরে খাবার খাওয়ার পর থেকেই পেটব্যথা, কারো কারো বমি, পায়খানার সমস্যা দেখা দেয়।রাতে আবার নিয়মিত খাবার হিসেবে রুটি ও ডাল খান তারা। এরপর একের পর এক ডায়রিয়ায় আক্রান্ত হতে থাকেন।
পরে ২৮ পুলিশ সদস্যকে সীতাকুণ্ডের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিসেসে (বিআইটিআইডি) ভর্তি করানো হয়।