মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : করোনা আক্রান্ত সন্দেহে করোনা ইউনিটে ভর্তি হয়ে মৃত্যু বরণ করা লন্ডন ফেরত সেই নারীকে গোসল ও আনুষ্ঠানিক জানাযা ছাড়াই আজ মানিক পীরের কবরস্থানে দাফন করা হয়েছে।
সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে গত ২০ মার্চ জ্বর, শর্দি ও কাশী নিয়ে করোনা সন্দেহে তিনি ভর্তি হয়েছিলেন। কথা ছিলো আজ করোনা টেস্টের জন্য তার রক্ত ঢাকায় পাঠানো হবে। টেস্টের আগেই তিনি গত রাত ৩ টায় হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুর পর করোনা রোগিদের মতোই তার পাশে কোনো স্বজন বা সাধারণ মানুষকে ভিড়তে দেয়া হয়নি। স্বজনদের অনুরোধ সত্বেও তাদেরকে লাশ সমজানো হয়নি।
সাধারণ লাশের মতো তার গোসল কিংবা আনুষ্ঠানিক কোনো জানাযাও হয়নি। স্বজন ও সাধারণ মানুষের প্রশ্ন, এই রোগী করোনা আক্রান্ত হলে করোনা বলে কেন স্বীকৃতি দেয়া হলো না, আর যদি করোনা আক্রান্ত না হন তবে কেন তাকে ধর্মীয় রীতি অনুযায়ী জানাযা ও দাফনের ব্যবস্থা করতে দেয়া হলো না।
আজ বেলা ২টায় সিলেটের মানিকপীর কবরস্থানে পুলিশ ও সরকারী কর্মকর্তাদের উপস্থিতিতে তাকে দাফন করা হয়।