রবিবার, ২৫ মে ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন
বান্দরবান (লামা) প্রতিনিধিঃ বান্দরবান লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বগাইছড়ি এলাকা হতে ৪ জুলাই দিবাগত রাতে এক বাড়ি থেকে তিন ভাইয়ের ৩টি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে।
চুরি হয়ে যাওয়া গাড়ি গুলো ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোহাম্মদ হোসেন মামুন, ফাঁসিয়াখালী ইউপি সচিব মোঃ শহীদ ও তার ছোট ভাই আব্দুল জলিল মাষ্টার এর।
একরাতে একই বাড়ি হতে ৩টি মোটর সাইকেল চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গাড়ি গুলোর নাম্বার যথাক্রমে বান্দরবান-হ-১১-১৮৫৫, বান্দরবান-হ-১১-১৬১৮ ও বান্দরবান-হ-১১-১৮৫৬।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি সদস্য মোহাম্মদ হোসেন মামুন জানান,গাড়ি ৩ টি বাড়ির বারান্দায় রাখা ছিল কে বা কারা বাথরুমের ভেন্টিলেটরের লোহার রড ভেঙ্গে বাথরুম দিয়ে ঢুকে বারান্দা থেকে গাড়ি গুলো নিয়ে যায়।
গাড়ি গুলোর উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি এবং কোন সন্ধান পেলে বা কোন সংবাদ পেলে এই মোবাইল নাম্বারে জানানোর অনুরোধ রাখেন- মোঃ শহীদ, ইউপি সচিব, ফাঁসিয়াখালী। ০১৮১৪৪৫৩৩২৩।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস