রবিবার, ২৫ মে ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন
বান্দরবান( লামা) প্রতিনিধিঃ বান্দরবান লামায় এক নাবালিকা মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে দেয়ার চেষ্টা করায় বিষপান করে সদ্য এস এস সি পরীক্ষার ফল প্রাপ্ত ছাত্রীর আত্নহত্যা ।
লামা উপজেলার সরই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আন্ধারী মুজিবরের দোকান এলাকায় এই ঘটনা ঘটে। আজ সোমবার (২৯ জুন) দুপুরে পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার পদুয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়েটি মারা যায়।
জানা যায়,গতকাল রোববার দিবাগত রাত ৮টায় নিজ বাড়িতে মেয়েটি কীটনাশক পান করলে প্রথমে সরই বাজারে স্হানীয়ভাবে তার চিকিৎসা করা হয়।
সেখানে তার অবস্থার অবনতি দেখা দিলে রাতেই পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলা পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সে আন্ধারী মুজিবরের দোকান এলাকার মোঃ রবিউল হোসেন এর মেয়ে এবং সরই উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী ছিল ।
মেয়েটি এবার সরই উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষা দিয়ে ভাল রেজাল্ট করেন। সরই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিনহাজুল হক জানান, সে লেখা পড়ায় ভাল ছিল,তার মধ্যে লেখা পড়ার আগ্রহ লক্ষ্য করা যেত।
তার কয়েকজন বান্ধবী জানায়, তার লেখা পড়ার খুব আগ্রহ ছিল, সম্ভবত অভিভাবকরা তার মতের বিরুদ্ধে জোর করে বিবাহের আয়োজন করায় সে কীটনাশক পান করে।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস