রবিবার, ২৫ মে ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
বান্দরবান (লামা)প্রতিনিধি : বান্দরবান লামার রুপসীপাড়া ইউনিয়নের বাজার পাড়া এলাকায় এক নারীকে কুপিয়ে গুরুতর জখম করেছে সলিমুল্লাহ মিলন (৩৫) নামে এক বখাটে। সলিমুল্লাহ মিলন রুপসীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তোয়াজ হোসেনের ছেলে।
আজ রবিবার(২৪ মে)রাত সাড়ে ৮টায় ভিকটিম ফরিদা বেগমের বাড়িতে এই ঘটনা ঘটে। গুরুতর আহত ফরিদা বেগম (২৩) সে রুপসীপাড়া বাজার পাড়ার ইনতাজ শেখ এর স্ত্রী ও সিদ্দিক জমাদ্দারের মেয়ে।
কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে চাকরি করেন। জানা যায়, দীর্ঘদিন যাবৎ সলিমুল্লাহ মিলন ফরিদা বেগমকে ইভটিজিং করত। তার সাথে সম্পর্ক করতে ব্যর্থ হয়ে এই ঘটনা ঘটায় বলে জানা যায়।
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা: দিদারুল মেহের বলেন, দাঁ এর কোপে ৩-৪ ইঞ্চি ক্ষত হয়েছে, প্রাথমিক চিকিৎসা পর আশংকা জনক অবস্থা দেখা দেওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
এই বিষয়ে লামা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন হাসপাতালে পুলিশ সদস্য টিম পাঠানো হয়েছে এবং বখাটে সলিমুল্লাহ মিলনকে আটক করেছে পুলিশ।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস