রবিবার, ২৫ মে ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
বান্দরবান (লামা) প্রতিনিধি : বান্দরবান পার্বত্য জেলাধীন লামা উপজেলার সরই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এর বাসিন্দা আবুল বশর(৩৫) সে বাইঘ্যার দোকান কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি। লামা উপজেলার স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ড. মোহাম্মদুল হকবিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান বিষটি নিশ্চিত হওয়ার পর পরই তাকে বাড়িতে থাকার পরামর্শ দিই এবং দ্রুত সময়ে তাহাকে পাশ্ববর্তী লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নমুনা প্রদানের জন্য নির্দেশ দিই।
সে গত ১৪/০৫/২০২০ইং তারিখ লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ গিয়ে নমুনা দিয়ে আসেন। আজ ১৮/০৫/২০২০ইং তারিখ তার করোনা পজেটিভ সনাক্ত হয়। তাকে আগামীকাল সকালে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আইসোলেশন সেন্টারে আনা হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদুল হক।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস