রবিবার, ২৫ মে ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
জসিম উদ্দিন (লামা) বান্দরবান প্রতিনিধি : বান্দরবান জেলা লামা উপজেলার সরই ইউনিয়নে নব নির্মিত ধুইল্যাপাড়া মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার অসমাপ্ত কাজ শেষ করার জন্য দেশ- বিদেশে অবস্থানরত সকলের কাছে সাহায্যের আহবান জানিয়ে এলাকাবাসী।
মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার প্রতিষ্টতা জসিম উদ্দিন বলেন, আজ ধুইল্যাপাড়া এলাকাবাসীর জন্য খুশির দিন যে, সকলে সম্মিলিতভাবে সমাজিক দুরত্ব বঝায় রেখে নতুন মসজিদে প্রথম বারের মতো ঈদ-উল ফিতরের নামাজ পড়তে পারায় আলহামদুলিল্লাহ।
তিনি আরো বলেন,এই মসজিদের নির্মাণ কাজ এতটুকু অগ্রসর হওয়ার ক্ষেত্রে দেশে বা বিশেষ করে প্রবাসী ভাইদের প্রচুর সহযোগিতা করার কারনে সম্ভব হয়েছে। এই মসজিদ ও মাদ্রাসায় এখনো যে সব কাজ বাকি আছে তার বর্ণনা।
মসজিদের তলা পাকা করণ,সিলিং, চারপাশে ওয়াল, অযু খানা, টয়লেট ও প্রস্রাব খানা নির্মাণ। আরো হচ্ছে আলাদা একটি ফোরকানিয়া মাদরাসা নির্মাণ ও একটি হেফজ খানা নির্মাণ।
তিনি আরো বলেন, এমন কিছু লোক আছে তারা ইচ্ছা করলে এই মসজিদ-মাদ্রাসার সমস্যাগুলি একজের পক্ষে করা সম্ভব। তিনি দেশের সামার্থ্যবান এবং প্রবাসী ভাইদের উদ্দোশে বলেন আপনারা অতীতে যে ভাবে এই মসজিদ-মাদরাসার কাজে সাহায্য সহযোগিতা করেছেন ভবিষ্যতেও বাকী কাজগুলি শেষ করারক্ষেত্রে আর্থিক সাহায্য সহযোগিতা করে যাবেন ইনশাআল্লাহ। মসজিদ কমিটির পক্ষে- মোহাম্মদ জসিম উদ্দিন সরই লামা বান্দরবান ০১৮৩৭৫৮৬২৬৩
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস