মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) জানিয়েছে, লিবিয়া উপকূল থেকে ৮৬ অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।
আইওএমের এক টুইটার বার্তায় বলা হয়, ‘কোস্টগার্ড সদস্যরা বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ৮৬ অভিবাসীকে লিবিয়ায় ফেরত পাঠিয়েছে। এদের মধ্যে ৭ নারী ও ১৯ শিশু রয়েছে। সেখানে থাকা আইওএম স্টাফরা চিকিৎসা সহায়তাসহ জরুরি সাহায্য প্রদান করে।’
২০১১ সালে লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর দেশজুড়ে নিরাপত্তাহীনতা ও বিশৃংখলার কারণে হাজার হাজার অবৈধ অভিবাসী এ দেশ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে চলে যেতে শুরু করে।
আইওএম জানায়, ২০২০ সালে মধ্য ভূমধ্যসাগরীয় রুটে ৩২৩ অভিবাসীর প্রাণহানি ঘটে এবং ৪১৭ জন নিখোঁজ হয়। এ সময় ১১ হাজার ৮৯১ অবৈধ অভিবাসীকে উদ্ধার করে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে।
এসএস