শনিবার, ২৪ মে ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
লোহাগাড়া, প্রতিনিধিঃ লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশ হাট মাওলা পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের বাড়ি নির্মাণে ইট ও অর্থ সহযোগিতার প্রতিশ্রুতি দিলেন লায়লা-হাকিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি শাহাব উদ্দিন চৌধুরী।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন। এ সময় তাঁর সাথে ছিলেন লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি মওলানা আবদুল জব্বার ফিরোজ সহ এলাকার বিশিষ্টজনেরা।
শাহাব উদ্দিন চৌধুরী বলেন, গতকাল ভয়াবহ অগ্নিকান্ডে ৩ ভাইয়ের ঘর পুড়ে ছাই হয়ে যায়। তারা ঘরের কোন আসবাবপত্র রক্ষা করতে পারেনি। ভয়াবহ আগুন তাদের সব কিছু কেড়ে নিয়েছে।
তাদের নতুন করে ঘর নির্মাণে যা ইট লাগে দেওয়া হবে এবং প্রয়োজনে অর্থ সহযোগিতাও করা হবে। এলাকার অসহায় মানুষদের পাশে অতীতেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস