রবিবার, ২৫ মে ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন
লোহাগাড়া প্রতিনিধি : লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বার আউলিয়া মাজারের সামনে মোটরসাইকেলের ধাক্কায় বশির আহমদ (৫৫)নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বুধবার ( ১ জুৃলাই ) দুপুর ২ টার দিকে এই ঘটনাটি ঘটে।
নিহত বশির আহমদ পদুয়া ইউনিয়নের মীর পাড়া এলাকার মৃত আলী আহমদের পুত্র। পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জহির উদ্দিন এই ঘটনার বিষয়ে জানান, নিহত বশির আহমদ জোহরের নামজ আদায় করে বাড়ি ফিরছিলেন।
এসময় পেছনর দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল ধাক্কা দিলে মারাত্মক ভাবে জখম হন তিনি। সাথে সাথে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ।
সেখানে তার অবস্হা বেগতিক হলে তাকে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।
পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জহির উদ্দিন আরো বলেন, দুর্ঘটনাস্থল থেকে স্থানীয়রা মোটর সাইকেলটি আটক করে। বর্তমানে মোটরসাইকেলটি আমার ইউনিয়ন পরিষদে আছে।
তবে মোটরসাইকেল চালক পালিয়ে গেছে। দোহাজারী হাইওয়ে থানার ওসি ইয়াছিন আরফাত জানান, এই ঘটনার বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি,আমরা খবর নিয়ে দেখে ব্যবস্হা নেব।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস