রবিবার, ২৫ মে ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
প্রতীকী ছবি
লোহাগাড়া প্রতিনিধি : লোহাগাড়া উপজেলায় মোটরসাইকেল আরোহী জয়দেব জলদাশ (৪০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ বরিবার(২১ জুন২০২০) সন্ধ্যা ৭ টায় আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জয়দেব জলদাশ উপজেলার উত্তর আমিরাবাদ এলাকার মুক্তিযোদ্ধা স্বপন জলদাশের পুত্র। নিহতের ছোট ভাই বি কে বিচিত্র জলদাশ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি ট্রাকের পেছনে দ্রুতগতিতে ধাক্কা দেয়। এসময় তিনি রাস্তায় পড়ে যান।
স্থানীয়রা ধরাধরি করে উপজেলার একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে চট্টগ্রাম হাসপাতালে নেওয়ার পথে সে মারা যান।
দোহাজারী হাইওয়ে থানার ওসি ইয়াছিন আরফাত জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস