সোমবার, ২৬ মে ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
বান্দরবান (লামা) প্রতিনিধিঃ লোহাগাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ(ওসি) জাকের হোসাইন মাহমুদ`র নেতৃত্বে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও করোনা ভাইরাস প্রতিরোধে থানার আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছেন নিরলসভাবে।
পুলিশের পাশাপাশি লোহাগাড়ার বিভিন্ন এলাকার গ্রাম পুলিশরা করোনা ভাইরাস পরিস্থিতিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আজ (২০ মে) বুধবার এমন দুর্যোগ সংকটময় মুহুর্তে লোহাগাড়া উপজেলার ৯ ইউপির গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ।
ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন এলাকার গ্রাম পুলিশরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
গ্রাম পুলিশরা থানা পুলিশকে বিভিন্ন সময় মাদক, সন্ত্রাসী ও ইয়াবা বিক্রেতাদেরকে গ্রেফতারে সহায়তা করে। করোনা সৃষ্ট দুর্যোগ সংকটময় মুহুর্তে এলাকার গ্রাম পুলিশদেরকে লোহাগাড়া থানা পুলিশের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
এসএস