সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন
ছবি-সংগৃহীত
এবার এই জুটিকে একসঙ্গে দেখতে পাবেন দর্শক। তবে সিনেমায় নয়, একটি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে। ১ ফেব্রুয়ারি দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনে একটি অনুষ্ঠানে শাকিবকে নিয়ে যাচ্ছেন পপি। ওই অনুষ্ঠানে সিনেমার জনপ্রিয় গানগুলোতে ঠোঁট মিলিয়ে নাচবেন শাকিব-পপি।
বিষয়টি নিশ্চিত করেছেন পপি নিজেই। তিনি গণমাধ্যমকে বলেন, আমাদের অভিনীত সিনেমা থেকে কিছু গান বাছাই করা হয়েছে। সেগুলোর সঙ্গে পারফর্ম করব আমরা। অনেক দিন পর একসঙ্গে কোনো কাজে অংশ নিচ্ছি। আশা করছি এবারের অভিজ্ঞতা আরও সুখকর হবে।
এদিকে শোনা যাচ্ছে, শিগগিরই আবারও সিনেমায় জুটি বাঁধতে চলেছেন পপি ও শাকিব খান। এ বিষয়ে জানতে চাইলে পপির মত হচ্ছে- বেশ কিছু সিনেমায় আলোচনা হচ্ছে আমাদের নিয়ে। আমার ও শাকিব জুটির সব সিনেমাই হিট।