বুধবার, ০৭ মে ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আলোচিত শিশু সোয়াইব হোসেন (৫) হত্যা মামলার দীর্ঘ সাত বছর পর রায় হয়েছে। রায়ে তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আর ছয়জনকে খালাস দেয়া হয়েছে।
সোমবার (৩০ নভেস্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দণ্ডিতদের আদালত থেকে কারাগারে পাঠানো হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জসিম উদ্দিন, রাজু মিয়া ও ফজল হক। আসামি নাছির উদ্দিনকে ১০ বছরের সাজা দেয়া হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন- রিনা আক্তার, ইকবাল, এমদাদ, আলী আহম্মদ, মোশরফ হোসেন ও সিরাজ।
রায়ের বিষয়ে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আব্দুর রহিম বলেন, ‘২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁও এলাকার নামজুল হোসেন মাসুমের ছেলে সোয়াইব হোসেন নিখোঁজ হয়। সে শান্তিনগর দারুন নাজাত নুরানি মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র। নিখোঁজের ছয়দিন পর একই এলাকার একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে গলাকাটা, শরীর ঝলসে দেয়া ক্ষতবিক্ষত সোয়াইব হোসেনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।’
তিনি আরও বলেন, ‘সোয়াইব অপহরণের পর তার বাবা হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে একই এলাকার ১৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। আলোচিত এ মামলার রায়ে আদালত যাদের খালাস দিয়েছেন, তাদের বিরুদ্ধে বাদীপক্ষ আপিল করবেন। আর যাদের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তাদের রায় যাতে বহাল থাকে সে চেষ্টা করা হবে।’
মামলার বাদী নাজমুল হোসেন মাসুম বলেন, ‘যারা সাজা ও খালাস পেয়েছেন তারা সবাই আমার সন্তানকে নির্মমভাবে খুন করেছেন। আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে আসামিরা জবানবন্দি দিয়েছেন। আমি এ রায়ে সন্তুষ্ট না।’
এসএস