মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন
পুরুষদের ফ্যাশনে ৪ টিপস। ছবি সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : শীতের সময়ে অধিকাংশ বিয়ের অনুষ্ঠান হয়ে থাকে। নারীদের পাশাপাশি পুরুষরা এই সময়ে অনেকটাই ফ্যাশন সচেতন। এই সময়ে বিয়ের অনুষ্ঠানে পুরুষদের নিতে হয় একটু বাড়তি প্রস্তুতি।
বিয়ের অনুষ্ঠানে কোন সাজে আপনাকে ভালো লাগবে, অন্যদের দৃষ্টি নিবন্ধ থাকবে আপনার দিকে সে সম্পর্কে আসুন জেনে নিই-
১. শীতে পুরুষদের শালে ভালো মানায়। বিয়েবাড়িতে শাল ব্যবহার করতে পারেন। অল্প কাজ করা এক রঙের পাঞ্জাবির সঙ্গে নিন ঘন কাজ করা বা ফ্লোরাল ওয়ার্কের শাল। আর পাঞ্জাবিতে বেশি কাজ করা থাকলে সেক্ষেত্রে নিন এক রঙের শাল।
২. গত দুই তিন বছর ধরেই কিন্তু ফ্যাশানে জহর কোট ভালোই চলছে। সাধারণ পোশাক বা পাঞ্জাবির সঙ্গে জহর কোটে পরাতে অন্যদের থেকে আলাদা হয়ে যাবে আপনার পোশাক। দেখতে ভালো লাগবে।
৩. বিয়েবাড়িতে সুট বা ব্লেজার পরা খুবই নিরাপদ অপশন। তবে, সুট কেনা বা বানানোর সময়ে মাপ সম্পর্কে সতর্ক থাকুন। আর বেল্ট, জুতো, ঘড়ির দিকে সমান গুরুত্ব দিন।
৪. নজর দিন চুল, ত্বকের দিকে। আপনার মুখের সঙ্গে মাননসই করে চুল কাটান। দাড়ি রাখলে নিয়মিত ট্রিম করুন ও সেলুন থেকে শেপ করান।
এসএম