সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন
কারিনা কাপুর খান। ছবি- সংগৃহীত
বিনোদন ডেস্ক : করোনার এই পরিস্থিতিতে বাড়িতেই আছেন বলিউডের সব তারকা। এই সময়টা বেশি উপভোগ করছেন তারা। শুরুর দিকে কে কীভাবে সময় কাটাচ্ছেন তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্টের হিড়িক পড়ে গিয়েছিল। এই সময়টা অন্যান্য কাজের পাশাপাশি শরীরের ফিটনেসের দিকেও নজর দিচ্ছেন অনেকে।
ঘরে বসে যেন ওজন না বাড়ে সেদিকেও খেয়াল রাখছেন অনেকে। এরমধ্যে রয়েছেন নবাব বধূ কারিনা কাপুর খান। এই সময় যারা জিমে যেতে পারছেন না তারা কারিনা কাপুরের ট্রেইনারের পোস্ট করা একটি ভিডিও দেখে বাড়িতেই শরীরচর্চা করতে পারেন। কারিনা কাপুর যে ফিট থাকার বিষয়ে ভীষণ সচেতন তা নতুন করে না বললেও চলবে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কারিনার যোগা ট্রেনার রূপল সিধরপুরা ফারিয়া একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে করিনাকে বাড়িতেই শরীরচর্চা করতে দেখা গিয়েছে। ক্যাপশনে লিখেছেন, ‘এটা আগে ভিডিও। কারিনা তার শরীরচর্চার শুরুতে বিভিন্নভাবে সূর্য নমস্কার অভ্যাস করতেন।’ ভিডিওটি কারিনা তার ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস