বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : ভোলার তজুমদ্দিন উপজেলার দক্ষিণ-পশ্চিম চাচঁড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন কাম সাইক্লোন শেল্টারের সেপটিক ট্যাংকে নেমে তিন শ্রমিক নিহত হয়েছেন।
রোববার দুপুর ১২টার দিকে তজুমদ্দিন উপজেলার চাচঁড়া ইউনিয়নের দক্ষিণ চাচঁড়া গ্রামে এ ঘটনা ঘটে। তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, মো. রাকিব (৩৫), সাদ্দাম (৩০) ও আলা উদ্দিন (৩৫)। এদের মধ্যে রাকিব ও সাদ্দাম তজুমদ্দিন উপজেলার শিবপুর খাসের হাট এলাকার বাসিন্দা ও আলা উদ্দিন একই উপজেলার চাচঁড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানিয়েছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন হান্নান।
স্থানীয়রা জানান, ওই সাইক্লোন শেল্টার প্লাস স্কুলের সেপটিক ট্যাংকে কাজ করছিলেন রাকিব ও সাদ্দাম। এসময় ট্যাংকে জমে থাকা গ্যাসে ক্রিয়া শুরু হলে রাকিব ও সাদ্দাম চিৎকার করেন। আলা উদ্দিন তাদের উদ্ধার করতে গেলে ঘটনাস্থলে তিনজনই নিহত হন।