রবিবার, ২৫ মে ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : করোনাভাইরাসের জীবাণু আক্রান্ত থাকতে পারে এমন আশঙ্কায় মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রায় ২৪ ব্যক্তিকে নিজ বাড়িতে বিশেষ ব্যবস্থায় নজরদারিতে রাখা হয়েছে। সদ্য প্রবাস ফেরত এসব ব্যক্তি ও তাদের পরিবারের লোকজনকে যোগাযোগ রক্ষা করে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। তবে তারা করোনাভাইরাস মুক্ত এবং সুস্থ রয়েছেন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এসব প্রবাসীকে পরিবারের সদস্যদের সংস্পর্শে না এসে পূর্ণ বিশ্রামে একাকী থাকার পরামর্শ দেয়া হয়েছে। বাইরে জনবহুল এলাকায় কারো সংস্পর্শে না বেরুতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন।
জানা গেছে, সাটুরিয়া উপজেলায় বুধবার সকাল পর্যন্ত উপজেলায় ২৪ জন ব্যক্তি বিভিন্ন দেশ থেকে দেশে ফিরেছেন। তাঁরা ইতালি, সৌদি আরব, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে এসেছেন। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং প্রশাসনের কর্মকর্তারা ছুটে গিয়ে স্বাস্থ্যগত খোঁজখবর নেন। তাতে এসব প্রবাস ফেরত ব্যক্তিরা করোনাভাইরাস আক্রান্ত নন এমনি তথ্য নিশ্চিত করেন তারা। এরপর তাদের প্রত্যেককে নিজ বাড়িতে বিশেষ ব্যবস্থায় রাখার ব্যবস্থা নেয়া হয়েছে। প্রবাস ফেরত ব্যক্তিসহ পরিবারের অন্য সদস্যদের বাড়ির ভেতরে রাখা হয়েছে।
উপজেলার সদ্য সৌদি আরব থেকে প্রবাস ফেরত এক যুবক জানান, ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ আছি। সাটুরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ নিয়মিত খোঁজ নিচ্ছেন। বাসার ভেতরে নিঃসঙ্গভাবে কয়েকদিন বিশ্রামে কাটানোর পরামর্শ দেয়া হয়েছে এবং তা পালন করছি। একই কথা বলেন সিঙ্গাপুর ও ইতালি ফেরত দুই যুবক।
সবাইকে সচেতন থাকার পরামর্শ জানিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুন-উর-রশিদ বলেন, সম্প্রতি প্রবাস ফেরত ব্যক্তিরা সুস্থ আছেন বলে আমরা খোঁজ নিয়ে নিশ্চিত হয়েছি। তাদের শারীরিক কোনো সমস্যা পাওয়া যায়নি। আল্লাহ সহায় হলে করোনাভাইরাস নিয়ে ভয়ের কিছু নেই। এই ভাইরাস প্রতিরোধে সব প্রস্তুতির ব্যবস্থা নিয়েছে সরকারের স্বাস্থ্য বিভাগ।
উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম বলেন, সদ্য বিদেশ ফেরত ব্যক্তিদের নিজ বাড়ি থেকে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কর্মীরা পরিস্থিতি সামাল দিতে বিশেষভাবে সজাগ দৃষ্টি রাখছেন। বিদেশ ফেরত ব্যক্তিদের স্বাস্থ্যগত কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হবে।
এসএস