মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোটার : আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালন উপলক্ষে সাভারে ৮০ ফুট উচ্চতার নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন করা হচ্ছে। আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে ২১ ফের্রুয়ারির প্রথম প্রহরে সাভার উপজেলার স্বাধীনতা চত্বরে এ শহীদ মিনারটির উদ্বোধন করবেন ত্রাণপ্রতি মন্ত্রী ডাঃ এনামুর রহমান (এমপি)। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলার মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
সাভার উপজেলা স্বাধীনতা চত্বর নির্মাণে সার্বিক সহযোগিতা করেছেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এছাড়া পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা। এটির দৈর্ঘ্য ৮০ ফুট এবং প্রস্থ ৭৫ ফুট।
এসএস