মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোটার : সাভার পৌর নয়াবাড়ী এলাকায় জান্নাতুল ফেরদৌস সমাপ্তি (২৫) নামে এক যুবতী ফ্যানের সাথে ওড়না বেধে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার রাত ৮ টার দিকে সে ঘরে একা থেকে এ আত্মহত্যা করে। তার বাম হাতে কয়েকজায়গায় ব্লেড দিয়ে কেটে রক্তাক্ত করে আত্মহত্যা করে।
একটি চিরকুটে দেখা মিলে ভালবাসার প্রতারনায় এমন আত্মহত্যার পথ বেছে নিতে পারে যুবতী। সে কুষ্টিয়া থেকে সাভারে এসে একটি গার্মেন্টসে চাকরী নেয়, কিন্তু কয়েকমাস ধরে তার চাকরী চলে যায়। সে তার বড় ভাইয়ের ভাড়া বাসায় থাকতো।
এ ঘটনায় গভীর রাতে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। তার বাড়ী কুষ্টিয়া জেলার কুমার খালী থানা এলাকায় শামীমের বোন।
তার বড় ভাই শামীম জানায় কয়েকবছর পূর্বে তার বোনের একটি বিয়ে হয় ঘর সংসার করার পর ৭ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। স্বামীর সাথে বনাবনি না হওয়ায় স্বামীকে তালাক দিয়ে গত দেড় বছর আগে সাভারে চলে আসে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে যুবতী আত্মহত্যা করার খবর শুনে তারা মরদেহ উদ্ধার করে।সাভার পৌর নয়াবাড়ী এলাকার হাবিবুল্লাহর বাড়ীর ৪ র্থ তলার তার ভাই ভাবী সাথে আলাদা রুমে বসবাস করে আসছিল।
অপরদিকে সাভারের হরিনদরা এলাকায় ২৫ বয়সের এক গার্মেন্টস কর্মী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়ে সাভার থানা অফিসার ইনচার্জ এফএম সাহেদ সত্যতা নিশ্চিত করে বলেন, একই দিনে দুজন যুবতীর ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে এ ব্যাপারে পৃথক দুটি অপমূত্য মামলা দায়ের হয়েছে।