মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১০:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোটার : সাভারে ইয়াবা ট্যাবলেটসহ মনির হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত আটটারদিকে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের মুসলিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।
জানা যায়, গ্রেপ্তারকৃত মনির হোসেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে হেমায়েতপুরের ঋষিপাড়া পদ্মার মোড় ও মুসলিম পাড়াসহ বিভিন্ন মহল্লায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ হাসান আলী বলেন, গোপন সংবাদের মাধ্যমে মুসলিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে লাট মিয়ার বাড়ির সামনে থেকে মনির হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী মনির হোসেন মানিকগঞ্জ জেলা সিংগাইর থানার মধ্য ধল্লা এলাকার মৃত সাহেব আলী মৃধার ছেলে।
এসএস