বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোটার : সাভারে মিলন (২০) নামের এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় ইমন নামের এক যুবক পলাতক রয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে সাভারের দক্ষিণ জামসিং এলাকার একটি ফাঁকা জায়গা থেকে মিলনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মিলন একই এলাকার দক্ষিণ জামসিং এলাকার ফজলুল হকের ছেলে। তিনি টাইলস মিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে। পলাতক ইমন একই এলাকার মহিরের ছেলে।
নিহতের বাবা জানান, তার ছেলে একটি স্কুলের শিক্ষার্থী। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতো মিলন। গত দুই দিন ধরে পার্শ্ববর্তী মহির নামের এক ব্যক্তির মালিকানাধীন জমিতে একসাথে বাঁশ দিয়ে বেড়া দিচ্ছিল মহিরের ছেলে ইমন ও মিলন। আজ সকাল ১১টার দিকে মিলন হাতে দা নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। পরে জানতে পারেন তার ছেলেকে হত্যা করা হয়েছে।
এলাকাবাসী জানায়, মিলনের ক্ষতবিক্ষত মরদেহ দেখে দ্রুত পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ইমন (২১) নামের এক যুবক দৌড়ে পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস