শুক্রবার, ০২ মে ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার : সাভারে গাড়ি চাপায় মটরসাইকেল আরোহী সোহেল রানা নামের (৩৮) এক যুবক নিহত হয়েছে। শনিকার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের আলমনগর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটে।
সাভার হাইওয়ে পুলিশ জানায়,সকালে সাভার থেকে মোটরসাইকেল যোগে রাজধানীর মোহাম্মদপুর এলাকার ইউনিমেট ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি সোহেল রানা মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন। তিনি ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুরের আলমনগর পৌছলে একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
আমরা ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। নিহত ওই যুবক গাজীপুর জেলার কালিয়াকৈর থানার আশাপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। বিষয়টি নিশিচত করেছেন সাভার হাইওয়ে থানার ওসি গোলাম মোস্তফা। এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস