শুক্রবার, ০২ মে ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার : সাভারে গৃহবধূ ধর্ষণের অভিযোগে এক সৌদি প্রবাসীকে আটক করেছে পুলিশ। সাভার পৌর এলাকার ওয়াপদা রোড়ে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায় , এক গৃহবধুর সাথে সামাজিক যোগাযোগের মাধ্যমে পরিচয় হয় সৌদি প্রবাসী মিজানুর রহমানের। সম্প্রতি ওই প্রবাসী দেশে ফিরে আসেন।
পরে ওই গৃহবধুর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তাকে সাভারের ওয়াপদা রোডের একটি বাড়িতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন মিজান।
এমন অভিযোগ এনে বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূ সাভার মডেল থানায় অভিযোগে মামলা দায়ের করলে শুক্রবার সকালে সাভারের পূর্ব রাজাশন এলাকা থেকে ওই প্রবাসীকে আটক করে পুলিশ।
সাভার মডেল থানার পরিদর্শক তদন্ত সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণের অভিযোগে আটক সৌদি প্রবাসীকে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হবে।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস