বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার : সাভারে ছিনতাই করে পালানোর সময় দুই ছিনতাই চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় একটি ধারালো ছুড়ি ও ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক ইমরান। এঘটনায় পলাতক সাব্বির নামের একজন পলাতক রয়েছে।এর আগে সোমবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে সাভারের শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- সাভার পৌরসভার বাড্ডা এলাকার শফি আহমেদের ছেলে রবিউল ইসলাম রুবেল (২৬) ও অপরজন ধামরাই উপজেলার আরিফ হোসেনর ছেলে শাকিল হোসেন (২০)।
পুলিশ জানায়, মানিকগঞ্জ থেকে শাহ্ সিমেন্টের একটি গাড়ি সাভারের শিমুলতলা এলাকায় এসে চালক ও সহযোগী চা পান করার জন্য গাড়ি থেকে নেমে আসে।
এসময় সহযোগী ও চালককে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছে থাকা ৪০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাই চক্রের ৩ সদস্য। পরে ৯৯৯ এ ফোন করলে সাভার মডেল থানার উপ-পরিদর্শক ইমরান তাদের ধাওয়া করে আটক করে।
এঘটনায় চালক মামলা দায়ের করলে এই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর দুপুরে আদালতে পাঠানো হয়েছে। একই সাথে পলাতক সাব্বিরকে গ্রেফতারে অভিযান চলছে।
এসএস