শুক্রবার, ০২ মে ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
তৌহিদ হাসান(রাজু)সাভার প্রতিনিধি : ঝগড়া থামাতে গিয়ে সাভারে ছুরিকাঘাতে এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত স্কুল ছাত্রের নাম সিয়াম বেপারী (১৫) সে আড়াপাড়া এলাকার মানিক বেপারীর ছেলে। সে ব্যাংক কলোনী এলাকার সিটি স্কুলের নবম শ্রেণীতে পড়াশুনা করতো।
গতরাতে সাভারের আড়াপাড়া এলাকায় একটি মেলার মধ্যে এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় রাতে আড়াপাড়া এলাকায় একটি মেলার মধ্যে দুই যুবক ঝগড়া করছিলো পরে ওই স্কুল ছাত্র ঝগড়া থামাতে গেলে বেশ কয়েকজন সন্ত্রাসী ওই স্কুল ছাত্রকে এলোপাথারী ভাবে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করে এক পর্যায়ে ওই স্কুল ছাত্র মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে মৃত ভেবে পালিয়ে যায়। পরে মেলায় থাকা অন্য যুবকরা ওই স্কুল ছাত্রকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্র আইসিইউতে ভর্তি করে।
এঘটনায় সাভার মডেল থানায় সন্ত্রাসীদের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্কুল ছাত্রের পরিবারের সদস্যরা। এবিষয়ে সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ বলেন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস