মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১০:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোটার : সাভারের চাকুলিয়া গ্রাম একটি ডোবা থেকে শনিবার সকালে দেড় বছরের এক শিশুর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ।
সাভার মডেল থানার উপপরিদর্শক জুলফিকার আলী জানান, গত ৭ ফেব্রুয়ারি থেকে ওই এলাকার বাসিন্দা মনসুর আহম্মেদের দেড় বছরের শিশু ছেলে তাওহিদ বিশ্বাস নিখোঁজ হয়। পরে শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নিখোঁজ শিশুর বাড়ির পাশে একটি ডোবায় শিশুটির লাশ দেখে পুলিশকে সংবাদ দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়ে দেয়।
তিনি আরও জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত ঘটনাটি জানা যাবে।
এসএস