বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার : সাভারে প্রেম সংক্রান্ত বিরোধের জেরে স্কুল শিক্ষার্থী রোহানুর ইসলাম রোহান (১৮)কে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত রোহানের বাবা আব্দুস সোবাহান।
মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামী করা হয়েছে। আসামীদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। মামলার বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বলেন, রবিবার রাতে নিহত রোহানের বাবা আব্দুস সোবহান নিজে বাদী হয়ে ১৪ জনের নামে উল্লেখ করে ও ১০-১৫ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করেন। এছাড়া গ্রেফতার হৃদয়কে সোমবার আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে পাঠানো হয়।
এ হত্যা মামলার মূল আসামী হৃদয়কে (১৭) গ্রেফতার করা হয়েছে। পুলিশ রবিবার ভোরে ধামরাই পৌর এলাকার ইসলামপুর মহল্লা থেকে হৃদয়ের এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হৃদয় সাভার সদর ইউনিয়নের মল্লিকারটেক এলাকার ঝন্টু মিয়ার ছেলে।
প্রসঙ্গত, নিহত রোহান সাভার পৌরসভার উলাইল এলাকার আবদুস সোবহানের ছেলে। সে স্থানীয় রোদেলা মডেল একাডেমি থেকে এবার তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।রোহানকে গত শনিবার রাত ৮টার দিকে সাভার পৌরসভার ব্যাংক কলোনী এলাকার মুড়ি মটকা রেস্তোরাঁর সামনে রোহানকে হত্যা করে হৃদয়সহ আরও কয়েকজন কিশোর।
এসএস