শুক্রবার, ০২ মে ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ততোক্ষণে দোকানে থাকা আসবাবপত্র ও মূল্যবান কাঠ পুড়ে যায়। তবে এসময় হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েন ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভির ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে কাজল দাসের দোকানের ফার্ণিচারের চুল্লী থেকে দুর্ঘটনাবশত অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এসময় আগুন মুহুর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে দোকানের ভিতরে থাকা কাঠের দরজা-জানালাসহ প্রায় পাঁচ লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে যায়।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাই। কিন্তু ফার্ণিচারের দোকানটিতে মজুদ থাকা কাঠ ও কাঠের তৈরি আসবাবপত্রের মধ্যে দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত পুরো দোকানে ছড়িয়ে পরে। এসময় প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে অগ্নিকান্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে আগুনে দোকানে থাকা প্রায় ৫ লাখ টাকার কাঠ ও কাঠের তৈরি আসবাবপত্র পুড়ে গেছে বলে দাবি করেন দোকানের মালিক।
এসএম