স্টাফ রিপোটার : সাভারে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে এক কলেজ ব্রীজের উপর থেকে বংশাই নদীতে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র। তার নাম বিকাশ ইসলাম (২১)। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাভারে বংশাই নদীতে লাফ দিয়ে আত্মহত্যা করেন তিনি।
তার বাসা পৌর এলাকার রেডিও কলোনীতে। ওই এলাকায় মোকছেদ মিয়ার বাড়িতে বাবা মায়ের সাথে ভাড়া থাকতেন। পুলিশ জানায়, জাহাঙ্গীরনগর বিশ্বিবিদ্যালয় স্কুল এন্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী বিকাশ ইসলাম রোববার রাত ৯ টার দিকে নিজের ফেসবুকে বাবা-মার কাছে ক্ষমা চেয়ে আত্মহত্যার কথা উল্লেখ করে বংশাই নদীর উপরে ব্রীজ থেকে লাফ দিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে আজ সকালে ফায়ার সার্ভিসের ডুবরি দল নদীতে তল্লাশী করে তার লাশ উদ্ধার করে। নিখোঁজ শিক্ষার্থীর একজোড়া স্যান্ডেল বংশী নদী থেকে উদ্ধার করে আলামত হিসেবে জব্ধ করে পুলিশ।
নিহত শিক্ষার্থী ফেসবুকে যা লিখেছেন,
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএম সায়েদ বলেন, কি কারণে ওই শিক্ষার্থী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নদীতে পড়ে আত্মহত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।