শুক্রবার, ০২ মে ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন
র্যাব-৪ এর উপ- পরিচালক মেজর শিবলী মোস্তফা জানান, মাদকদ্রব্য কেনা-বেচার গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সাভার মডেল থানাধীন মুসিলম কাজীপাড়া এলাকায় অভিযান চালায় সিপিসি-২, র্যাব-৪ এর একটি দল। এসময় স্থানীয় এভারগ্রীন ডিটারজেন্ট ফ্যাক্টরীর উত্তর পাশের সড়ক থেকে মাদক ব্যবসায়ী রাকিবুল ইসলাম সজিবকে আটক করা হয়। তার কাছ থেকে ৩৫ বোতল ফেন্সিডিল ও ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
আটককৃত রাকিবুল বিভিন্ন জায়গা থেকে ফেন্সিডিল ক্রয় করে ঢাকা জেলার বিভিন্ন স্থানে খুচরা বিক্রয় করে থাকে বলেও জানান তিনি। আটককৃতের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
এসএস