বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন
সাভারের বিরুলিয়ায় একটি একতলা বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার অভিযোগ উঠেছে। এসময় পরিবারের লোকজনের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে ডাকাতরা।
আজ বুধবার (২৯ মার্চ) ভোররাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকার শাহিন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
শাহিন মিয়া বলেন, রাত ২টার দিকে জানালার গ্রিল কেটে ৪/৫ জন ডাকাত আমার ঘরে প্রবেশ করে। ঘরে ঢোকার পর তারা আমাকে ও আমার স্ত্রীকে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে জিম্মি করে। আমার ডাক্তার ছেলে বাড়িতে ছিলো না। পরে তারা দুই থেকে আড়াই ঘণ্টা ধরে আমার বাড়িতে ডাকাতি করে। এসময় নগদ প্রায় ৪ লাখ, সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও তিনটি মোবাইল লুট করে নিয়ে যায় ডাকাতরা। ডাকাতের মুখে মুখোশ পরা ছিল। তাদের সবারই হাতে পিস্তল ও বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। তারা চলে গেলে ভোর ৫ টার দিকে ৯৯৯-এ ফোন করলেও সকাল সাড়ে ৯টা পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছায়নি পুলিশ।
দুপুর ১২টার দিকে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুস বলেন, খবর পেয়ে একটু আগে ঘটনাস্থলে এসেছি। তদন্ত করে দেখছি। এ ধরনের ঘটনা ঘটে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।