বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পুলিশের ওপর হামলা ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ৪, সাভার মডেল থানায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-আশুলিয়ার ভাদাইলের নুরুল হকের ছেলে আশুলিয়া থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম (৩২), আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের পানধোয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে লুৎফুর রহমান (৫৭), পানধোয়ার আব্দুস সাত্তারের ছেলে মো: মাসুদ (৩৩), শিমুলিয়া ইউনিয়নের কলতাসুতী গ্রামের আমিন ব্যাপারীর ছেলে সোহেল রানা (৩২)।
আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, আসামীদের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় পৃথক মামলা ছিল। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এদিকে সাভার মডেল থানায় নাশকতার মামলায় সাভারের শ্যামপুর গোয়ালপাড়া এলাকার রমিজ উদ্দিনের ছেলে বাবুল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।