শুক্রবার, ০২ মে ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন
তৌহিদ হাসান(রাজু)সাভার প্রতিনিধি : সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) জনপ্রশাসন ও উন্নয়ন বিষয়ক ৪ দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। এ কনফারেন্সকে সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে আজ সোমবার সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষক কেন্দ্র (বিপিএটিসি) মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে কেন্দ্র কর্তপক্ষ।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্র আয়োজিত এ কনফারেন্সে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অষ্ট্রেলিয়া, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ডসহ ৩০টি দেশের প্রতিনিধিগণ অংশ নেবেন। আগামী ৫ ফেব্রুয়ারি হতে শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত কনফারেন্স চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সমাপনী সেশনে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে তারা আরও জানান, কনফারেন্সে জন প্রশাসনের উন্নয়নে ৪টি প্লেনারি সেশন, ১৮টি সমান্তরাল সেশন অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞগণ এসব সেশনে চেয়ার এবং পেনালিস্ট হিসেবে উপস্থিত থাকবেন এবং ১২৫টি পেপার উপস্থাপন করা হবে। কনফারেন্সে বিভিন্ন দেশের উন্নয়ন অগ্রগতি সমুহ তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্র এমডিএস ড. মনির হোসেন, ড. জাফর ইকবাল, ড. সৈয়দ মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তাগণ।