Dailybdnews360.Com
- ১১ ডিসেম্বর, ২০২০ / ১৮৪ বার পঠিত
স্টাফ রিপোটার : সাভারে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব মানবাধিকার দিবস। বৃহস্পতিবার সকালে এভারলাস্টিং মানবাধিকার সংস্থার উদ্যোগে সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে থানা বাসষ্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সংগঠনের কার্যালয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংস্থাটির চেয়ারম্যান মো. রবিউল আলমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ।
এসময় বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক সুভাষ চন্দ্র বিশ্বাস, সাভার উপজেলা হকার্স লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা, সাভার পৌর মহিলা লীগের সভাপতি মিসেস ঝর্না আক্তার।
অন্যান্যের মধ্যে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, পৌর মহিলা লীগের সহ-সভাপতি শিরিন আক্তার, মানবাধিকারকর্মী সীমা রোজারিও, সাথী আক্তার, শাহানুর বেগম প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থাটির মহাসচিব খলিলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. রিপন খান। সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় ছিলেন নুরুল ইসলাম ইউসুফ ও মারুফে এলাহী।
উল্লেখ্য, মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয় ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর।
১৯৫০ সালে এই দিনটিকে বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয় জাতিসংঘ । এরপর থেকে বিশ্বজুড়ে দিনটি পালন করা হয়ে আসছে। মানুষের অধিকারকেই বলা হয় মানবাধিকার।
দিবসটি পালনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো প্রতি বছর দিনটিতে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।
এসএস