বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন
সাভারে টেকসই আগামীর জন্য জেন্টার সমতাই আজ অগ্রগণ্য, নারীর প্রতি বৈষম্য নির্মূল করি’ এ শ্লোগানকে ধারন করে বিশ^ নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর মিলনায়তনে বিশ^ নারী দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম।
অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজী আবদুল গণি। সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রধান নির্বাহী শরাফ উদ্দিন আহম্মেদ।
অনুষ্ঠানে বক্তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের সাফল্য ও তাদের গুরুত্ব কথা তুলে ধরেন। সেই সাথে নারীদের কর্মসংস্থাসহ অন্যন বিষয়ে ব্র্যাকের অবদান তুলে ধরে বক্তব্য রাখেন।
সভায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহম্মেদ, সংরক্ষিত নারী কাউন্সিলর ডারফিন আক্তার, রাজিয়া সুলতানাসহ ব্র্যাক কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও স্থানীয় নানা পর্যায়ের সমাজকর্মীগণ।